প্রথম পাতা খবর ঘুরপথে সন্দেশখালিতে মীনাক্ষী, পুলিশি বাধার মুখে ডিওয়াইএফআই নেত্রী

ঘুরপথে সন্দেশখালিতে মীনাক্ষী, পুলিশি বাধার মুখে ডিওয়াইএফআই নেত্রী

496 views
A+A-
Reset

কলকাতা: শনিবার সন্দেশখালিতে গিয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রথমে পুলিশের চোখ এড়িয়ে এলাকায় ঢুকলেও পরে তাঁর পথ আটকে দাঁড়ায় বিশাল পুলিশ বাহিনী।

এ দিন সকালে মুখ ঢাকা দিয়ে পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালিতে পৌঁছন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। পুলিশকে লুকিয়ে সন্দেশখালিতে ঢুকে পড়েন বাম নেত্রী মীনাক্ষী। টোটো করে গ্রামে গ্রামে ঘোরেন।

এলাকার মানুষদের সঙ্গে কথা বলা যাবে না বলেও জানান মীনাক্ষীরা। এরপরই পর থেকেই পুলিশের সঙ্গে কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় দু’পক্ষের। মাঝেরপাড়ায় ডিওয়াইএফআই নেত্রীকে আটকে দেয় পুলিশ। ১৪৪ ধারার যুক্তি দেখিয়ে গ্রামে যেতে বাধা দেওয়া হয় তাঁদের।

প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি বাম নেত্রী বৃন্দা কারাতও পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালিতে। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। ধামাখালি পৌঁছতেই সিপিএম পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাতকে আটকায় পুলিশ। তবে, এরমধ্যেই পুলিশের ঘেরাটোপ এড়িয়ে গ্রামে পৌঁছে যান কয়েকজন সিপিএম কর্মী। ভিডিও কলে বৃন্দা কারাতের সঙ্গে কথা বলেন সন্দেশখালির মহিলারা। পরে গ্রামে ঢুকতে পারেন বৃন্দা কারাতও। কথা বলেন গ্রামের মহিলাদের সঙ্গে। সন্দেশখালির বেশ কয়েকটি পাড়ায় মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.