ইমনকল্যাণ সেন: পশ্চিমবঙ্গের শ্রম ও আইনমন্ত্রী এবং আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মলয় ঘটককে অসমের তৃণমূল কংগ্রেসের রাজ্য ইনচার্জ হিসেবে নিয়োগ করা হয়েছে। রবিবার দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে।
তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে সংগঠন বিস্তারের জন্য কাজ করছে। গোয়া ও মেঘালয়ের মতো রাজ্যে তৃণমূল কংগ্রেস নিজেদের উপস্থিতি শক্তিশালী করতে শুরু করেছে এবং এখন অসমে সেই উদ্যোগকে আরও শক্তিশালী করতে মলয় ঘটককে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অসমে মলয় ঘটকের মতো একজন অভিজ্ঞ নেতা দলের সংগঠনকে আরও মজবুত করতে পারবেন। শাসক দলের অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা এবং তাঁর রাজনৈতিক দক্ষতা ও অভিজ্ঞতা অসমে দলের ভিত্তি শক্তিশালী করতে কার্যকর হবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব।
মলয় ঘটকের নিয়োগ অসমের তৃণমূল কংগ্রেসের সংগঠনের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা আগামীদিনে তৃণমূলের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে ধারণা।