কলকাতা: শুক্রবার বিধানসভায় বাগ্ বিতণ্ডার জেরে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ। বিধানসভার আগামী অধিবেশনে বিরোধী দলনেতার বিরুদ্ধে পেশ করা হবে রিপোর্ট।
গতকাল সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে শুভেন্দুর তুমুল কথা কাটাকাটি হয়। বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভার অধিবেশন কক্ষ। ঘটনায় প্রকাশ, সেচমন্ত্রীকে গ্রেফতার করানোর হুমকি দেন শুভেন্দু অধিকারী। যদিও এই ধরনের মন্তব্যের কথা অস্বীকার করেন শুভেন্দু। পরে এ নিয়ে কড়া বার্তা দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
স্পিকার জানিয়েছিলেন, শুভেন্দুর মন্তব্য কুরুচিকর। পার্থ ভৌমিক চাইলে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে পারেন। জানা গিয়েছে, শনিবার স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন পার্থ। জানিয়েছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সেই নোটিশ পাওয়ার পর স্পিকার জানিয়েছেন, অবিলম্বে প্রিভিলেজ কমিটি এই বিষয় খতিয়ে দেখবে এবং অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তা করতে হবে। বিধানসভার আগামী অধিবেশনে অধ্যক্ষের কাছে রিপোর্ট পেশ করবে প্রিভিলেজ কমিটি।