বেহালায় অটোচালকের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। অভিযোগের পর প্রথমে অভিযুক্তের খোঁজ পায়নি পুলিশ। সিসিটিভি ফুটেজেও তাঁকে শনাক্ত করা যায়নি। শেষে নাবালিকার দেওয়া বিবরণ অনুযায়ী সন্দেহভাজনের স্কেচ আঁকা হয়। সেই সূত্র ধরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
গত মঙ্গলবার রাতে বেহালার শীলপাড়া মোড় থেকে ঠাকুরপুকুর বাজারের উদ্দেশে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে। নাবালিকার মা অভিযোগ জানানোর পর, বুধবার ঠাকুরপুকুর থানায় পকসো আইনে মামলা দায়ের হয়। তদন্তে পুলিশ দেখে, সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তকে চিহ্নিত করা কঠিন। তাই প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে ছবি আঁকিয়ে খোঁজ শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত সেই ভিত্তিতেই অভিযুক্ত ধরা পড়ে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।