প্রথম পাতা খবর মিজোরামের মুখ্যমন্ত্রী হলেন লালদুহোমা, শপথ নিলেন আরও ১১ মন্ত্রী

মিজোরামের মুখ্যমন্ত্রী হলেন লালদুহোমা, শপথ নিলেন আরও ১১ মন্ত্রী

994 views
A+A-
Reset

আইজল: শুক্রবার মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) নেতা লালদুহোমা।

মিজোরামের রাজ্যপাল হরি বাবু কমম্ভাতি শপথবাক্য পাঠ করান লালদুহোমাকে। তিনি ছাড়া জেডপিএমের আরও ১১ নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ১১ জন মন্ত্রীর মধ্যে, সাতজন মন্ত্রিপরিষদ মন্ত্রী এবং ছয়জন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) হিসাবে শপথ নিয়েছেন। ৪০ সদস্যের মিজোরাম বিধানসভায় মুখ্যমন্ত্রী-সহ ১২ জন মন্ত্রী থাকতে পারেন।

২০১৯ সালে একটি রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে তালিকাভুক্ত হয় জেডপিএম। চার বছরের মধ্যেই, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে চমকে দেওয়া সাফল্য পেয়েছে দল। ২৭টি আসনে জিতে শক্তিশালী জনমত নিয়ে ক্ষমতায় এসেছে জেডপিএম।

লালদুহোমা, একজন ৭৪ বছর বয়সী ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার থেকে রাজনীতিবিদ হয়ে উঠেছেন। এই নির্বাচনে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর নামে দলীয় সিলমোহর পড়েছিল এক বছর আগেই। লালদুহোমা বলেন, তাঁর সরকারের তিনটি প্রধান লক্ষ্য। কৃষকদের কল্যাণ, আর্থিক সংস্কার এবং দুর্নীতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.