প্রথম পাতা খবর মন্ত্রিত্ব নিয়ে এ বার ক্ষোভ উগরে দিল শিবসেনা, অস্বস্তি পিছু ছাড়ছে না পদ্মশিবিরের

মন্ত্রিত্ব নিয়ে এ বার ক্ষোভ উগরে দিল শিবসেনা, অস্বস্তি পিছু ছাড়ছে না পদ্মশিবিরের

320 views
A+A-
Reset

নয়াদিল্লি: এনসিপি (অজিত পওয়ার)-র পর এ বার মন্ত্রিত্ব নিয়ে ক্ষোভ উগরে দিল বিজেপির আর এক জোটশরিক একনাথ শিন্ডের শিবসেনা। এনসিপি সাংসদ প্রফুল পটেলকে পূর্ণমন্ত্রী না করায় পদ প্রত্যাখ্যান করেছে অজিত পওয়ারের দল। এবার সেই একই ইস্যুতে সরব শিবসেনাও।

রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী। তাঁরই সঙ্গে শপথ নিয়েছিলেন আরও ৭২ জন সাংসদ। ওই দিনই শিবসেনার প্রতাপরাও জাদভ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন। দলের তরফে আর কারও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি। এ ব্যাপারে শিবসেনার মুখ্যসচেতক শ্রীরাং বার্নের প্রশ্ন, পুরনো সঙ্গী হওয়া সত্ত্বেও কেন তাঁদের দলের কাউকে পূর্ণমন্ত্রী করা হল না? এনডিএ-র শরিক দলগুলির মধ্যে অনেক দল শিবসেনার তুলনায় কম আসন পেয়েও কী ভাবে পূর্ণমন্ত্রিত্ব পেয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ বারের লোকসভা ভোটে সাতটি আসনে জয়ী হয়েছে শিন্ডের শিবসেনা। দলের মুখ্যসচেতক বলেন, “চিরাগ পাসওয়ানের পাঁচ জন সাংসদ রয়েছেন। জিতনরাম মাঝিঁ একাই সাংসদ। জেডিএসের মাত্র দু’জন সাংসদ নির্বাচিত হয়েছেন। তা সত্ত্বেও দলগুলি একটি করে পূর্ণমন্ত্রীর পদ পেয়েছে। আমাদের সাত জন লোকসভার সাংসদ রয়েছেন। কেন শিবসেনা কেবল একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ পাবে?”

ও দিকে, লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি আসনে জয়ী হয়েছে অজিতের দল। পরিস্থিতি এমনই যে, দলের অনেকেই আবার এনসিপি (শরদ পওয়ার)-এর সঙ্গে যোগাযোগ করছেন বলে খবর। বর্তমানে এনসিপি (অজিত)-এর লোকসভা এবং রাজ্যসভায় এক জন করে সাংসদ আছেন। নিজের এবং দলের গ্রহণযোগ্যতা বোঝাতে রবিবার অজিত দাবি করেন, আগামী দু’-তিন মাসের মধ্যে তাঁদের তিন জন রাজ্যসভার সাংসদ এবং চার জন লোকসভার সাংসদ থাকবেন!

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.