আজ, শুক্রবার দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি রাজনৈতিক জনসভায় ভাষণ দেবেন তিনি। সভার আগেই সোশ্যাল মিডিয়ায় বাংলায় বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী।
রাজ্যে ২০২৬-এ বিধানসভা নির্বাচন। সেই ভোটের অনেক আগেই বিজেপি রাজ্যে সংগঠন চাঙ্গা করতে কোমর বেঁধে মাঠে নেমেছে। সেই প্রেক্ষিতেই আজ দুর্গাপুরে হচ্ছে ‘পরিবর্তন সংকল্প সভা’। এই সভার আগেই বার্তা দিয়েছেন মোদী।
বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় বাংলায় একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে এবং তাঁরা নিশ্চিত যে একমাত্র বিজেপি-ই পারবে উন্নয়ন করতে।”
বিজেপি সূত্রে খবর, আজ বিকেল ৩টেয় দুর্গাপুরে তেল, গ্যাস, বিদ্যুৎ, রেল ও সড়ক সংক্রান্ত একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। মোট বিনিয়োগের পরিমাণ ৫ হাজার কোটি টাকারও বেশি। এরপর বিকেল ৩:৪৫ নাগাদ রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন মোদী।