শেষ মুহূর্তের নাটকীয়তায় আইএসএল লিগ-শিল্ড জয় করল মোহনবাগান। সংযুক্তি সময়ে দিমিত্রি পেত্রাতোসের দুরন্ত গোলেই সবুজ-মেরুন সমর্থকদের মুখে ফুটল চ্যাম্পিয়নের হাসি। ঘরের মাঠ যুবভারতীতে ওড়িশাকে ১-০ গোলে হারিয়ে ভারতসেরার খেতাব নিজেদের দখলে নিল তারা।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। কোচ হোসে মোলিনা প্রথম একাদশে জেমি ম্যাকলারেন ও স্টুয়ার্টকে নামিয়ে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করেন। প্রথমার্ধেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল আসছিল না। মনবীর সিংহের কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র। মোহনবাগান একের পর এক আক্রমণ চালিয়ে গেল, আর ওড়িশা রক্ষণ সামলাতেই ব্যস্ত রইল। গোলের খরা কাটাতে পেত্রাতোস ও জেসন কামিংসকে মাঠে নামান মোলিনা। ৮৪তম মিনিটে বক্সের বাইরে ম্যাকলারেনকে ফাউল করে লাল কার্ড দেখেন ওড়িশার ডিফেন্ডার মোর্তাদা ফল, ফলে ১০ জনে পরিণত হয় ওড়িশা।
অবশেষে সংযুক্তি সময়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৯৩তম মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দুর্দান্ত গোল করেন পেত্রাতোস। মুহূর্তেই উচ্ছ্বাসে ভাসে যুবভারতী। গ্যালারির দিকে দৌড়ে যান তিনি, আর সঙ্গে আনন্দে মেতে ওঠেন কোচ ও ফুটবলাররা।
২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে আগেভাগেই লিগ-শিল্ড নিশ্চিত করলেও, শিল্ড হাতে পেতে অপেক্ষা করতে হবে মোহনবাগানকে। ৮ মার্চ যুবভারতীতে নিজেদের শেষ ম্যাচে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে নেবে সবুজ-মেরুন বাহিনী।