কলকাতা লিগে আর এগোনোর সুযোগ নেই মোহনবাগানের। মঙ্গলবার কাস্টমস ও সুরুচি সংঘ নিজেদের ম্যাচে জিততেই গ্রুপ ‘এ’-র প্রথম তিনে জায়গা পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল সবুজ-মেরুনের।
মঙ্গলবার কাস্টমস ২-১ গোলে হারায় কালীঘাট এসএলকে, অন্যদিকে সুরুচি সংঘ ৩-০ গোলে জর্জ টেলিগ্রাফকে পরাজিত করে। এই ফলাফলের পর প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘এ’-তে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল— ১১ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করেছে লাল-হলুদ। দ্বিতীয় স্থানে সুরুচি সংঘ (২২ পয়েন্ট, ১১ ম্যাচ) এবং তৃতীয় স্থানে কাস্টমস (২২ পয়েন্ট, ১১ ম্যাচ, গোলপার্থক্যে পিছিয়ে)।
মোহনবাগানের এখন ১০ ম্যাচে ১৭ পয়েন্ট। তারা পঞ্চম স্থানে। পুলিশ এসি ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। স্থগিত থাকা মেসারার্স ম্যাচ থেকে মোহনবাগান তিন পয়েন্ট পেলেও সর্বোচ্চ ২০ পয়েন্টেই থামতে পারবে। অর্থাৎ প্রথম তিনে ওঠার কোনও সুযোগ নেই।
মেসারার্স ম্যাচ নিয়ে বিতর্ক
১৩ অগস্ট নির্ধারিত সূচি অনুযায়ী মেসারার্সের বিরুদ্ধে ম্যাচে নামেনি মোহনবাগান। সেই সময় চলছিল ডুরান্ড কাপ। মোহনবাগানের কলকাতা লিগ ও ডুরান্ড কাপের স্কোয়াডে ১৬ জন একই ফুটবলার থাকায় ক্লাব দাবি করে, একসঙ্গে দু’টি প্রতিযোগিতায় নামানো সম্ভব নয়। তবে আইএফএ ম্যাচের আয়োজন করে এবং মেসারার্স মাঠে নামে। কিন্তু মোহনবাগান টিম লিস্ট জমা না দেওয়ায় ম্যাচ স্থগিত রাখা হয়।
এখনও সিদ্ধান্ত হয়নি, ম্যাচটি পুনরায় আয়োজন হবে নাকি মেসারার্সকে ওয়াকওভার দেওয়া হবে। তবে ম্যাচ হলে এবং মোহনবাগান জিতলেও তাদের পয়েন্ট সর্বোচ্চ ২০ হবে, যা সুপার সিক্সে ওঠার জন্য যথেষ্ট নয়।
সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গেল আইএসএল চ্যাম্পিয়ন
ফলে কলকাতা লিগের সুপার সিক্সে খেলার আশা শেষ হয়ে গেল আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের। এই মৌসুমে কলকাতা লিগে প্রতিযোগিতার শুরু থেকেই অনিয়মিত থাকার খেসারত দিতে হল সবুজ-মেরুনকে।