কলকাতা: স্বাভাবিকের দু’দিনের আগেই দেশে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আজ, বৃহস্পতিবার কেরল এবং উত্তরপূর্ব ভারতে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে বলে জানিয়ে দিল মৌসুম ভবন। পাশাপাশি জানা যাচ্ছে, এ রাজ্যেও নির্ধারিত সময়ের আগে ঢুকে পড়তে চলছে বর্ষা। আগামী রবিবারই উত্তরবঙ্গে প্রবেশ করার কথা রয়েছে।
আজ মৌসম ভবন জানিয়েছে,বৃহস্পতিবার কেরলে ঢুকেছে বর্ষা। তবে দেশে স্বাভাবিকের দু’দিন আগে বর্ষা প্রবেশ করে গেল আজ। শুধু তাই নয়, বর্ষার আগমন উত্তর-পূর্ব ভারতেও। সাধারণত সেখানে বর্ষা ঢোকে ৫ জুন। সে দিক থেকে দেখলে ছদিন আগে অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশে বর্ষা ঢুকল।
কেরলে বর্ষা প্রবেশের দিনই পশ্চিমবঙ্গেও প্রবেশ করল মৌসুমী বায়ু। মৌসম ভবন থেকে মৌসুমী বায়ুর অগ্রগতির যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার উত্তরপূর্ব কোণে বক্সার জঙ্গল ও জয়ন্তীতে বর্ষা প্রবেশ করেছে।
প্রসঙ্গত, আজ ও আগামিকাল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়েও ভারী বৃষ্টি চলবে।