প্রথম পাতা খবর অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা, রাজ্য জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস

অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা, রাজ্য জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস

354 views
A+A-
Reset

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। ১ সপ্তাহেরও বেশি দেরি করে শেষমেশ দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। হিসেব মতো, স্বাভাবিক সময়ের দিন দশেক পর, অবশেষে সোমবার বর্ষা প্রবেশ করল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায়। তবে আপাতত সাধারণ মাত্রার বৃষ্টিই চলবে বেশিরভাগ জায়গায়।

আজ, মঙ্গলবার ও আগামী কাল, বুধবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় এই দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘লাল সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দফতর। মালদহ ও দুই দিনাজপুর জেলায়ও বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, দক্ষিণবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড ও বিহারের আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। তবে আপাতত কয়েকদিন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে অতিসক্রিয় থাকবে না। সাধারণ মাত্রার বৃষ্টিই চলবে বেশিরভাগ জায়গায়। দু’দিনের মধ্যে ওড়িশা ও পূর্ব উত্তরপ্রদেশে বর্ষা ঢুকে পড়বে বলে আশা করছে আবহাওয়া দফতর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.