ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষা। টানা কয়েকদিনের দুর্যোগের পর অবশেষে রোদের দেখা মিলছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ থেকে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ—কোনও জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকাগুলিতে সোমবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও রোদের ঝলকানি, আকাশে মেঘের ফাঁক — যা আগামী কয়েক ঘণ্টায় আরও স্পষ্ট হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ, বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে অবশেষে কিছুটা স্বস্তির হাওয়া বইছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সোমবার সকাল পর্যন্ত কিছু বৃষ্টি হলেও, বেলা বাড়লে সেই বৃষ্টি থেমে রোদ উঠবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ সকাল থেকেই বায়ুপ্রবাহের ধরনে পরিবর্তন স্পষ্ট। দখিনা হাওয়াকে সরিয়ে ধীরে ধীরে প্রবেশ করছে উত্তুরে হাওয়া — যা স্পষ্টভাবে মৌসুমি বায়ুর বিদায়ের ইঙ্গিত দিচ্ছে।
যদিও দক্ষিণবঙ্গে এখনও কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ এবং মাইক্রোবার্স্ট (Microburst) ঘটার সম্ভাবনা রয়েছে, তবে সামগ্রিকভাবে রাজ্যে আর কোনও বড় দুর্যোগের আশঙ্কা নেই।
অক্টোবরের শুরুতেই এই আবহাওয়া পরিবর্তন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে — পশ্চিমবঙ্গে এবার বর্ষা বিদায়ের পথে, সামনে আসছে নির্মল নীল আকাশ আর হালকা ঠান্ডা হাওয়ার দিন।