প্রথম পাতা খবর ৩ বছরে আরও ৬টি নতুন বিমানবন্দর! জানালেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

৩ বছরে আরও ৬টি নতুন বিমানবন্দর! জানালেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

283 views
A+A-
Reset

২১টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য ‘নীতিগতভাবে’ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানালেন, আগামী তিন বছরের মধ্যেই দেশে আরও ছ’টি বিমানবন্দর চালু করা হবে।

আগামী তিন বছরের মধ্যে যে সব বিমানবন্দরগুলি নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলির মধ্যে রয়েছে নবি মুম্বই, বিজয়পুরা, হাসান, নয়ডা (জেওয়ার), হিরাসার এবং ধলেরা বিমানবন্দর। বলে রাখা ভালো, ২১টি গ্রিনফিল্ড বিমানবন্দরের মধ্যে ১১টিরও বেশি গ্রিনফিল্ড বিমানবন্দর নীতির অধীনে ইতিমধ্যেই চালু করা হয়েছে।

লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জানান, “২০২১ সালে ১১টি গ্রিনফিল্ড বিমানবন্দর চালু করা হয়েছে। গত তিন বছরে চালু করা ছ’টি বিমানবন্দর হল ২০২১ সালে অরভাকাল (কুরনুল), ২০২১ সালে সিন্ধুদুর্গ, ২০২১ সালে কুশিনগর, ২০২২ সালে ইটানগর, ২০২৩ সালে মোপা এবং ২০২৩ সালে শিবমোগা”।

নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপন ছাড়াও অসামরিক বিমান চলাচল মন্ত্রক ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন (NMP)’-এর অধীনে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (AAI)-র ২৫টি বিমানবন্দর লিজ দেওয়ার পরিকল্পনা করেছে।

যে ২৫টি বিমানবন্দরকে লিজ দেওয়ার জন্য আলাদা করা হয়েছে সেগুলি হল – ভুবনেশ্বর, বারাণসী, অমৃতসর, ত্রিচি, ইন্দোর, রায়পুর, কালিকট, কোয়েম্বাটোর, নাগপুর, পটনা, মাদুরাই, সুরাত, রাঁচি, যোধপুর, চেন্নাই, বিজয়ওয়াড়া, ভাদোদরা, ভোপাল, তিরুপতি, হুবলি, ইম্ফল, আগরতলা, উদয়পুর, দেরাদুন এবং রাজামুন্দ্রি।

প্রসঙ্গত, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (PPP) মাধ্যমে ইতিমধ্যে ৮টি বিমানবন্দর লিজ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, অমদাবাদ, গুয়াহাটি, জয়পুর, লখনউ, ম্যাঙ্গালুরু এবং তিরুঅনন্তপুরম।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.