কলকাতা: কিছুদিন আগেই বিজয়া পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন মুকুল রায় । তারপর বৃহস্পতিবার আবার ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তিনি। আর তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে রাজ্য-রাজনীতির অন্দরমহলে।
ভ্রাতৃদ্বিতীয়ায় ‘দিদি’র বাড়িতে ফোঁটার অনুষ্ঠান বরাবরই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকে। অনেক বছরেই অনেক চমক দেখা গিয়েছে। তবে এ বার সত্যিই বড় চমক। বৃহস্পতিবার দুপুরে কালীঘাটের বাড়িতে গিয়ে মমতার হাতে ফোঁটা নিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল।
শোনা যাচ্ছে, প্রায় পাঁচ-ছয় বছর পর ফের ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন মুকুল। শেষ বার মমতার বাড়িতে ভাইফোঁটায় এসেছিলেন ২০১৬ সালে। তার পরে গত ছ’বছরে কোনো বার ভাইফোঁটায় মুকুল এসেছিলেন কি না, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।
তৃণমূল সূত্রের দাবি, ভাইফোঁটার আচার অনুষ্ঠানের মধ্যে মুকুলের সঙ্গে কথাও হয়েছে মমতার। ক’দিন ধরেই জল্পনা, পঞ্চায়েত নির্বাচনের আগে ফের সক্রিয় হচ্ছেন মুকুল। এ দিন কি সে সব নিয়ে কোনো আলোচনা হল দলনেত্রীর সঙ্গে? মুকুল বলেন, “না, এই সম্বন্ধে কোনো আলোচনা হয়নি। সৌজন্য সাক্ষাৎ।” পাশাপাশি, একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনে যদি নামি, তাহলে তো নিশ্চয়ই সর্বশক্তি দিয়ে নামব।”
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: নেদারল্যান্ডসকে উড়িয়ে গ্রুপ শীর্ষে ভারত