প্রথম পাতা খবর গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হলেন মুকুল রায়

গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হলেন মুকুল রায়

400 views
A+A-
Reset

ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হলেন মুকুল রায়। উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর রুমে ভর্তি রয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। এসএসকেএম কর্তৃপক্ষের তরফে মুকুল রায়ের জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ঘটেছে নাকি, স্নায়ুঘটিত কোনও সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখবেন চিকিৎসকরা।

আরও পড়ুন: প্রয়াত জনপ্রিয় অভিনেতা Sidharth Shukla


বুধবারই শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘মুকুল রায়কে অসুস্থ সাজিয়ে ঘরে বসিয়ে রাখা হয়েছে। পিএসি বৈঠকেও হাজির হচ্ছেন না তিনি। তার মানে এটাই, খরচ আমরা করব, হিসেবও আমরা রাখব, এটাই আসলে কাটমানি খ্যাত তৃণমূলের নীতি।’ শুভেন্দুর সেই আক্রমণের ২৪ ঘণ্টার আগেই এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন মুকুল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.