ডেস্ক: বিজেপিতে গিয়ে মানসিক শান্তি ছিল না। তৃণমূলে ফিরে শান্তি পেয়েছেন তাঁরা। বিজেপিতে যোগদানের আগে মুকুল রায়ের উপর এজেন্সি দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল। তৃণমূলে ঘরওয়াপসির পর চার বছর আগের কথা তুলে ধরলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। এর পাশাপাশি, এও দাবি করেছেন আরও, পঁচিশ-তিরিশজন বিধায়ক এবং কয়েকজন সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারেন বলেও দাবি করেছেন তিনি।
শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু। বাবা-ছেলেকে পাশে বসিয়েই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে মুকুল রায়কে ভয় দেখানো হয়েছিল।
আরও পড়ুন: রাজভবনে শুভেন্দু, ভোট পরবর্তী হিংসা, দলত্যাগ বিরোধী আইন নিয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি রাজ্যপালের
চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু। বললেন, বাবার ক্ষেত্রে সত্যিই চাপ ছিল। মানসিক চাপ থাকলে শরীর-স্বাস্থ্য কোন জায়গায় যেতে পারে, তা নিজের চোখে দেখেছি। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আগেও চাপ দেওয়া হয়েছে, পরেও হয়েছে। সবটাই নেত্রী জানেন বলেও দাবি করেন শুভ্রাংশু। শুভ্রাংশু বলেন, বাবা মানিয়ে নিতে পারছিলেন না বিজেপিতে। আমারও মানিয়ে নিতে সমস্যা হয়েছিল বিজেপিতে যাওয়ার পর।