প্রথম পাতা খবর দুর্গাপুরে হাসপাতাল চত্বরে একের পর এক গুলি, ধৃত ৪, চাঞ্চল্যকর পরিস্থিতি

দুর্গাপুরে হাসপাতাল চত্বরে একের পর এক গুলি, ধৃত ৪, চাঞ্চল্যকর পরিস্থিতি

282 views
A+A-
Reset

দুর্গাপুর: রাতের নিস্তব্ধতা চিরে গুলির শব্দে কেঁপে উঠল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল। অভিযোগ, রোগীর আত্মীয়ের গুলিতেই চাঞ্চল্যকর এই পরিস্থিতি তৈরি হয়। গুলিচালনার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা বাসুদেব পাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর আত্মীয়রা। অভিযোগ, রোগীকে দেখতে না-দেওয়া এবং চিকিৎসকের সঙ্গে দেখা করতে না-পারায় উত্তেজনা চরমে ওঠে।

সেই সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তির মাঝেই তাপস রায় নামে এক আত্মীয় আচমকা আগ্নেয়াস্ত্র বের করে পরপর তিন রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাপস রায়সহ আরও তিনজন—অমিত কর্মকার, অনিমেষ পাল ও অজিত হাজরাকে গ্রেফতার করে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটিও।

শনিবার ধৃতদের দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হবে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.