কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে এবার দায়ের খুনের মামলা। ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের ধারা রুজু করলেন মৃত পড়ুয়ার বাবা রমাপ্রসাদ কুণ্ডু। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার যাদবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন স্বপ্নদীপের বাবা। তাঁর দাবি, র্যাগিংয়ের বলি হয়েছে তাঁর ছেলে। নিহতের বাবার চিঠির ভিত্তিতে ৩০২ ধারা ও সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু হয়েছে।
তবে স্বপ্নদীপের বাবা নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠছে। মেইন হস্টেলের বারান্দা থেকে তাঁর পড়ে যাওয়া ও মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠছে। স্বপ্নদীপের পরিবারের একাংশ ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে এই মৃত্যুর সঙ্গে র্যাগিং জড়িত কি না!
প্রসঙ্গত, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০-১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। স্বপ্নদীপের বাবাকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীকেও স্বপ্নদীপের বাবা র্যাগিংয়ের বিষয়টি জানিয়েছিলেন।