মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারদের বদলি করল নবান্ন। শুক্রবার জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব ও জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়কে সরানো হয়েছে। তাঁদের জায়গায় এসেছেন যথাক্রমে আইপিএস কুমার সানি রাজ এবং শ কুমার অমিত।
প্রশাসনের দাবি, এটি রুটিন বদলি। তবে জঙ্গিপুর ও মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিল। আদালতের নির্দেশে ওই জেলাগুলিতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।
রাজ্য পুলিশের তরফে আগেই জানানো হয়েছিল, যারা অশান্তির নেপথ্যে, তাদের খুঁজে বার করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতিতে পুলিশ সুপারদের বদলি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দুই পুলিশ সুপারকেই পাঠানো হয়েছে আলাদা ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসারের পদে। এ ছাড়াও আরও কয়েকজন আধিকারিকের বদলির নির্দেশ জারি হয়েছে।