প্রথম পাতা খবর মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুন, ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুন, ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

404 views
A+A-
Reset

পঞ্চায়েতের ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই রক্তারক্তি! অভিযোগ, মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়িতে ঢুকে গুলি করা হল কংগ্রেস কর্মীকে। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে কংগ্রেস ও নিহতের পরিবার। মানতে নারাজ শাসক শিবির। ঘটনার ১০ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনায় প্রকাশ, শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদীপ গ্রামের এক কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে (৪২) পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পনেরো জন দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি, পর পর ছয় রাউন্ড গুলি করা হয় ফুলচাঁদকে। কান্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর।

এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কাজল শেখ ও সফিক শেখ। ধৃতেরা রতনপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার কথা জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছে কংগ্রেসের। জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি, শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে কংগ্রেস।

ছবিতে নিহত কংগ্রেস কর্মীর পরিবার কান্নায় ভেঙে পড়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.