প্রথম পাতা খবর ডিএ নিয়ে কর্মবিরতি রুখতে ২ দিন ছুটি বাতিল!

ডিএ নিয়ে কর্মবিরতি রুখতে ২ দিন ছুটি বাতিল!

288 views
A+A-
Reset

কলকাতা: বকেয়া ডিএ নিয়ে কর্মবিরতির ডাকের ইস্যুতে কড়া রাজ্য সরকার। আগামী ২০ এবং ২১ তারিখ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার সমস্ত ছুটি বাতিল করল রাজ্য সরকার। নবান্ন থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, যাঁরা এই দুই দিন কাজে আসবেন না, তাঁদের চাকরিজীবন থেকে একটি দিন বিয়োগ হবে। মূলত ওই দুই দিন ডিএ ইস্যুতে একাধিক কর্মী সংগঠন কর্মবিরতির আহ্বান জানাতেই কড়া পদক্ষেপ নবান্নের।

অর্থসচিব মনোজ পন্থের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দু’দিন কর্মীরা কোনও সিএল নিতে পারবেন না। একমাত্র ছাড় হাসপাতালে ভরতি হলে কিংবা পরিবারের কোনও সদস্য মারা গেলে। কর্মবিরতিতে অংশ নিলে শোকজের মুখে পড়তে হবে কর্মীদের। তবে ১৭ ফেব্রুয়ারির আগে অনুমোদিত ছুটিতে যাঁরা রয়েছেন তাঁরা এই নির্দেশিকার আওতার বাইরে।

বাজেটে ৩ শতাংশ ডিএ ঘোষণার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে যৌথ মঞ্চ। ২৮টি সরকারি কর্মচারী সংগঠনকে নিয়ে যৌথ সংগ্রামী মঞ্চ গড়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় হারে রাজ্যের বকেয়া ডিএ-র দাবিতে তাঁরা মিলিত হয়েছে। এই যৌথ সংগ্রামী মঞ্চে শামিল হয়ে সরকারি কর্মচারীরা শহিদ মিনারে অবস্থানরত। তাঁরা এখন রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনতে তীব্রতর রূপ দিতে দুদিনের কর্মবিরতির ডাক দিয়েছে।

সরকারি কর্মচারীদের দাবি, যতক্ষণ না বকেয়া ডিএ দিচ্ছে তাদের আন্দোলন চলবে। তারা দুদিনের পেন ডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, বকেয়া ডিএ না দিলেন পঞ্চায়েত ভোটেও তাঁরা কাজ করবেন না। আর তাঁদের এই প্রতিবাদ আন্দোলনের পরই নড়চড়ে বসেছে রাজ্য সরকার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.