কলকাতা: শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ অর্থ দফতর। গত ১৫ ফেব্রুয়ারি মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করার পর এই পদক্ষেপ দফতরের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আগামী ১ মার্চ থেকে ৬ শতাংশ ডিএ পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুর নিগম এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করছে রাজ্য সরকার।
বলে রাখা ভালো, ২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২৫ মাস আগে শেষবার মহার্ঘ ভাতা বেড়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের। এ বারের বাজেটে আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে। ৫ মাস পরে তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। তাই মার্চ মাস থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরাকরি কর্মীরা।