কান্নায় ভেঙে পড়েছেন নিহতের মা।
নৈহাটি: দিনেদুপুরে শুটআউট নৈহাটিতে! আততায়ীদের গুলিতে নিহত হলেন ব্যবসায়ী ও তৃণমূল কর্মী সন্তোষ যাদব। শুক্রবার দুপুরে গৌরীপুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা প্রথমে সন্তোষ যাদবকে লক্ষ্য করে একটি গুলি চালায়। তিনি প্রতিরোধ করে এক হামলাকারীর রিভলভার কেড়ে নেন। এরপর বাকি দুষ্কৃতীরা পরপর ৪ রাউন্ড গুলি চালায়, যার একটি সরাসরি মাথায় লাগে।
তড়িঘড়ি তাঁকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, খুনের পিছনে রাজেশ নামে এক ব্যক্তির হাত রয়েছে।
বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক সরাসরি অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে। তাঁর দাবি, “ভাটপাড়া-নৈহাটিতে বিজেপির জমি সরে যাচ্ছে, তাই আতঙ্ক ছড়াতে পরিকল্পিত খুন।”
অন্যদিকে, বিজেপির পাল্টা অভিযোগ, এই হত্যাকাণ্ড তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপির বক্তব্য, “নিহত সন্তোষ এবং অভিযুক্ত রাজেশ, দুজনেই তৃণমূল কর্মী।”
পার্থ ভৌমিক অবশ্য পাল্টা বলেন, “গৌরীপুরে কে কোন দল করে, তা ভালোভাবে খোঁজ নিন।”
এখনো পর্যন্ত রাজেশের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দিনেদুপুরে এমন নৃশংস খুনে এলাকায় আতঙ্কের পরিবেশ।