ডেস্ক: হাওড়ার বাগনান থেকে কুখ্যাত ডন নান্টি ওরফে বাবলু ঘোষ ও তার সঙ্গী আবদুল হোসেন ওরফে বিলালকেও পাকড়াও করেছে পুলিশ। রবিবার রাত দেড়টা নাগাদ কলকাতা পুলিশ পাকড়াও করে দুই অপরাধীকে। সোমবার দু’জনকে তোলার কথা ব্যাঙ্কশাল কোর্টে।
ঘটনায় প্রকাশ, ২০১৫ সাল থেকে হরিদেবপুর এলাকায় নান্টির দৌরাত্ম্য বাড়তে থাকে। ক্রমশ ত্রাস হয়ে উঠেছিল সে। গত বছর জুলাইতেও উত্তপ্ত হয়ে ওঠে হরিদেবপুর। কবরডাঙা মোড়ে একটি পানাশলায় গুলি চালানোর অভিযোগ ওঠে। রাজা মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়। সঞ্জয় ছেত্রী এবং উত্তম সাহা নামে দুই ব্যক্তি জখম হন। এই ঘটনার ১২ দিনের মধ্যে গুজরাত থেকে গ্রেফতার করা হয় নান্টিকে। তবে সে বার গ্রেফতার হওয়ার কয়েক মাসের মধ্যেই জামিন পেয়ে গিয়েছিল নান্টি অ্যান্ড গ্যাং।
আরও পড়ুন: ভরদুপুরেও রোদের দেখা নেই, শীতের অনুভূতির মধ্যেই দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস
সেপ্টেম্বর মাসেও শিরোনামে উঠে আসে নান্টি। ফের প্রোমোটিং সংক্রান্ত বিবাদে বাঁশদ্রোণীর সোনালি পার্ক এলাকায় গুলি চালানোর ঘটনায় জড়িয়ে যায় নান্টির নাম। অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে নান্টি ও তার সহযোগীর নামে। গত ২২ অক্টোবর উত্তর বন্দর থানায় অভিযোগ দায়ের হয়েছিল দুই কুখ্যাত অপরাধীর বিরুদ্ধে। এই ঘটনার মাসখানেকের মধ্যেই পাকড়াও করা হয় অভিযুক্তদের।