নয়াদিল্লি: আগামী রবিবার সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যরাও। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন মোদী।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর এই প্রথম পর পর তিন মেয়াদে প্রধানমন্ত্রী হবেন মোদী।
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সামনে মোদী বলেন, “আজ সকালে সমস্ত এনডিএ জোট আমাকে নেতা হিসাবে বেছে নিয়ে রাষ্ট্রপতিকে জানিয়েছিল। রাষ্ট্রপতি তার পর আমাকে ডেকেছিলেন… এবং আমাকে প্রধানমন্ত্রী মনোনীত করেন। আমি রাষ্ট্রপতিকে বলেছিলাম রবিবার সন্ধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠানটি আয়োজিত হলে ভালো হয়। রাষ্ট্রপতি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।”
তাঁকে তৃতীয় বারের জন্য নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান মোদী। তিনি বলেন, “তৃতীয়বার এনডিএকে জাতির সেবা করার সুযোগ দেওয়া হয়েছে। আমি এই সুযোগ দেওয়ার জন্য এই দেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই… এবং তাদের আশ্বস্ত করতে চাই যে, শেষ দুটি মেয়াদে এই দেশ যে গতিতে উন্নত হয়েছে, আমরা সেই একই গতিতে এবং একই নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “প্রথম এবং দ্বিতীয় এনডিএ সরকার, এখন তৃতীয়… এটা ধারাবাহিকতা। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব… আমার ১০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং এই অভিজ্ঞতাটি আমি আরও ভালভাবে ব্যবহার করব।”