কলকাতা: মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করলেন রেশন ডিলাররা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এ দিন থেকে দেশ জুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। দেশে ৫ লক্ষের বেশি রেশন দোকান বন্ধ থাকছে। পশ্চিমবঙ্গে বন্ধ ১৮ হাজার রেশন দোকান।
সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “হতাশা এবং অনটনের ফলে আজ রেশন ডিলাররা অস্তাচলে। কেন্দ্রীয় সরকার আমাদের দীর্ঘদিনের দাবিগুলি না মানার কারণে এবং সেগুলির দায় রাজ্য সরকারগুলির উপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য রেশন বনধে্র সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”
এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, “কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে বনধ্ ডেকেছেন। দুয়ারে রেশন বন্ধ করে তো লাভ হবে না।”
পাশাপাশি আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। এইদিনই সংসদভবন অভিযানেও যাবেন তাঁরা। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন তাঁরা।