প্রথম পাতা খবর অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি, বাঁকেই কমবে গতি

অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি, বাঁকেই কমবে গতি

290 views
A+A-
Reset

অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি। তার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা ও হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস। ঝড়ের অভিমুখ আপাতত উত্তর পশ্চিমে। বুধবারের মধ্যেই উত্তর-পূর্বে ওডিশা উপকূলের দিকে এগোবে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের মঙ্গলবার সকালের বুলেটিন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি। অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং বিশাখাপত্তনমের ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।

অতিপ্রবল ঘূর্ণিঝড় অশনি পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে এর বেগ কমেছে। রাত আড়াটে নাগাদ পাওয়া তথ্য অনুযায়ী আগের ছয় ঘন্টার হিসেবে প্রতিঘন্টায় এর বেগ ছিল ৭ কিমি। সেই সময় এর অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশে কাঁকিনাড়া থেকে ৩৩০ কিমি দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৩৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৫১০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ও পুরী থেকে ৫৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, অভিমুখ পরিবর্তন করে ওডিশা উপকূলের দিকে এগোনোর পরই দুর্বল হবে সাইক্লোন। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি। ঘূর্ণিঝড়ের বেগ কমলেও পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়া দফতরের সতর্কতা জারি রয়েছে। জানানো হয়েছে, ১০-১৩ মের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ১০ থেকে ১২ মের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.