প্রথম পাতা খবর প্রকাশিত নিট ইউজি ফলাফল, এক মাস ১০ দিনের মাথায় ফল ঘোষণা

প্রকাশিত নিট ইউজি ফলাফল, এক মাস ১০ দিনের মাথায় ফল ঘোষণা

214 views
A+A-
Reset

মেডিক্যাল স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। চলতি বছরের ৫৬৬টি শহরের ৫,৪৬৮টি কেন্দ্রে ৪ মে পরীক্ষা হয়েছিল। এ বার নাম নথিভুক্ত করেছিলেন ২,২৭,৬০৬৯ জন, পরীক্ষা দেন ২,২০,৯৩১৮ জন। পুরুষ পরীক্ষার্থী ছিলেন ৯৬৫৯৯৬ জন, মহিলা ১৩১০০৬২ জন এবং রূপান্তরকামী ১১ জন। এক মাস ১০ দিনের মাথায় ফল ঘোষণা হল।

মেধা তালিকায় পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন তিনজন। ষোড়শ স্থানে রচিত সিংহচৌধুরি, ২০ তম স্থানে রূপায়ন পাল এবং ৬৭ তম স্থানে অনীক ঘোষ।

ফলাফল জানা যাবে neet.nta.ac.in এবং nta.ac.in ওয়েবসাইটে। রেজাল্ট পাওয়া যাবে উমঙ্গ অ্যাপ ও ডিজিলকার থেকেও। এ বছর পরীক্ষার্থীদের ই-মেলেও পাঠানো হবে স্কোরকার্ড।

গত বছরের প্রশ্নফাঁস বিতর্ক এড়াতে এ বার বাড়তি সতর্কতা নিয়েছিল এনটিএ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.