কলকাতা: শীঘ্রই নিউ গড়িয়া-রুবি মেট্রোপথ বাণিজ্যিক ভিত্তিতে খুলে দিতে চান কর্তৃপক্ষ। নতুন ওই পথ কবি সুভাষ স্টেশনের সঙ্গে জুড়ে গেলে যাত্রীরা দক্ষিণেশ্বর থেকে রুবি পর্যন্ত যে কোনও স্টেশনের মধ্যে যাতায়াত করার সুযোগ পাবেন।
২০২৩ বছরের গোড়ার দিকেই পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশ। পেয়ে গিয়েছিল রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র। কিন্তু ৫.৪ কিলোমিটার অংশে এখনও পরিষেবা শুরু করা হয়নি।
জোকা-তারাতলা মেট্রো থেকে শিক্ষা নিয়ে মাসকয়েক আগে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে একেবারে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করা হবে। সেইমতো চলছে কাজ। মেট্রো সূত্রের খবর, জোকা-তারাতলা মেট্রোর ধাঁচেই এই পরিষেবা শুরু হতে পারে। সে ক্ষেত্রে সোম থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিষেবা খোলা থাকবে।
কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি মোড়) পর্যন্ত মেট্রোর দূরত্ব ৫.৪ কিলোমিটার। মোট পাঁচটি স্টেশন থাকছে এই যাত্রায়। তালিকায় রয়েছে কবি সুভাষ স্টেশন (নিউ গড়িয়া এলাকার জন্য), সত্যজিৎ রায় স্টেশন (বাঘাযতীন এলাকার জন্য), জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন (মুকুন্দপুর এলাকার জন্য), কবি সুকান্ত স্টেশন (কালিকাপুর এলাকার জন্য), হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি মোড়)। এই রুটে ভাড়া কেমন হতে পারে ইতিমধ্যে সে বিষয়েও জানানো হয়েছে।
একটি মহলের মতে, আগামী ২৪ ডিসেম্বর ওই অংশে পরিষেবা শুরু করা হতে পারে। মিডিয়া রিপোর্টে প্রকাশ, গড়িয়া-রুবি মেট্রোর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। ২৪ ডিসেম্বর গড়িয়া-রুবি মেট্রোর উদ্বোধন করতে পারেন তিনি।
তবে বিষয়টি নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। মেট্রোর তরফে শুধু জানানো হয়েছে যে যত দ্রুত সম্ভব রুবি পর্যন্ত পরিষেবা শুরু করা হবে।