কলকাতা: স্বাস্থ্যসাথী নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ রাজ্য সরকারের। বিশেষ করে হাসপাতালগুলিকে টাকা দেওয়া নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে সরকারের। অসম্পূর্ণ বা চিকিৎসার মাঝপথে রোগীর মৃত্যু হলে অথবা রোগীর অস্ত্রোপচার সফল না হলে সংশ্লিষ্ট হাসপাতাল স্বাস্থ্যসাথী প্যাকেজের পুরো টাকা দাবি করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে নয়া গাইডলাইনে।
স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে অসম্পূর্ণ এবং যে অস্ত্রোপচার সফল হয়নি তার ক্ষেত্রে কত টাকা দেওয়া হবে তাও স্পষ্ট করে জানানো হয়েছে। বলা হয়েছে, কোনো অপারেশন সব ঠিক হয়ে যাওয়ার পরেও যদি কোনও কারণে না হয়ে থাকে, তা হলে প্যাকেজের সর্বোচ্চ ৩৫ শতাংশ টাকা দাবি করতে পারবে হাসপাতাল। এমনকী অস্ত্রোপচার হয়ে যাওয়ার পরেও তা সফল না হলে পুরো টাকা দাবি করা যাবে না। সে ক্ষেত্রেও প্যাকেজের বড়জোর ৫০ শতাংশ টাকা দাবি করা যাবে।
উল্লেখ্য, বেশ কিছু বেসরকারি হাসপাতাল রোগীর অসহায়তার সুযোগ নিয়ে চিকিৎসার নামে স্বাস্থ্য বিমার টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ। এমনকী স্বাস্থ্যসাথী চালু হওয়ার পরে রোগী সুস্থ হোন বা না হোন টাকা নিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্বাস্থ্য দফতরের গাইডলাইনে স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টির সফল না হলে নয়া নিয়মে বড়জোর স্টেন্টের দাম এবং প্যাকেজের ৩০ শতাংশ পর্যন্ত টাকা দাবি করা যাবে। যদি এক্স-রে করে দেখা যায়, কিডনিতে স্টোন রয়ে গিয়েছে, সে ক্ষেত্রেও ৬০ শতাংশের বেশি টাকা দাবি করা যাবে না। কোনো ডায়গনস্টিক পরীক্ষা করার পরে রোগীকে অন্যত্র রেফার করা হলে বা রোগীর মৃত্যু হলে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত টাকা দাবি করা যাবে। রেফার কেসের ক্ষেত্রে বাকি ৫০ থেকে ৭৫ শতাংশ টাকা দাবি করতে পারবে দ্বিতীয় হাসপাতাল।