কলকাতা: দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র নিউটাউন। শনিবার নিউটাউন ঝিলপাড়ে দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা । হিডকোর লোকজনকে মারধর করার অভিযোগ।
এ দিন ‘অবৈধ’ দোকান উচ্ছেদ করতে এলে তাঁদের দোকানদাররা মারধর করেন বলে অভিযোগ হিডকোর কর্মীদের। পাল্টা তাঁদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ দোকানদারদের। দোকান ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
দোকানদারদের বক্তব্য, এই সব দোকান থেকে রুজিরুটি চলে সবার। তাই এগুলি ভেঙে দিলে তাঁদের অন্ন সংস্থানের ব্যবস্থা করে দিতে হবে প্রশাসনকে। প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু করেছেন স্থানীয়দের একাংশ। ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গিয়েছে, নিউটাউনের ঝিলপাড় এলাকায় রাস্তার একাংশ দখল করে বেশ কিছু ব্যবসায়ী অস্থায়ী দোকান গড়ে তোলেন বলে অভিযোগ। হিডকোর বক্তব্য, বার বার ব্যবসায়ীদের উঠে যাওয়ার জন্য আবেদন করা হলেও তাঁরা কোনও কথার কর্ণপাত করেননি। এরই জেরে সম্প্রতি উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল। নোটিস মেনে এদিন উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন হিডকোর কর্মীরা।