পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে দিল্লি থেকে এক সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করল এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)। অভিযুক্তের নাম মোতি রাম জাট।
এনআইএ-র বিবৃতি অনুযায়ী, ২০২৩ সাল থেকে পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের (PIOs) সঙ্গে যোগাযোগ রেখে গোপন তথ্য পাচার করছিলেন তিনি। এসব তথ্য জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল ছিল বলে জানিয়েছে সংস্থা।
এনআইএ আরও জানিয়েছে, পাকিস্তানের গোয়েন্দাদের কাছ থেকে তিনি বিভিন্ন মাধ্যমের সাহায্যে অর্থও পাচ্ছিলেন।
মোতি রাম জাটকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এবং তাঁকে পাটিয়ালা হাউস আদালতের বিশেষ আদালতে তোলা হলে আগামী ৬ জুন পর্যন্ত তাকে এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই মুহূর্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা। তদন্তের অগ্রগতি অনুযায়ী আরও তথ্য সামনে আসতে পারে বলে অনুমান।