203
লখনউ সুপার জায়ান্টস আইপিএলের এই মরসুমে প্রথম জয় পেল হায়দরাবাদকে পাঁচ উইকেটে হারিয়ে। শার্দূল ঠাকুরের বিধ্বংসী বোলিং (৪/৩৪) এবং নিকোলাস পুরানের বিস্ফোরক ব্যাটিং (২৬ বলে ৭০) লখনউকে সহজ জয় এনে দিল।
হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ১৯০/৯ রান তোলে। ট্রেভিস হেডের ৩৮ এবং অনিকেত বর্মার ১৩ বলে ৩৬ দলের রান বাড়ালেও, শার্দূল ঠাকুরের দাপটে বড় স্কোর গড়তে পারেনি তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে লখনউয়ের হয়ে ঝড় তোলেন পুরান এবং মিচেল মার্শ (৩১ বলে ৫২)। পাওয়ার প্লেতে ৭৭ রান তুলে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় তারা। পুরান মাত্র ১৮ বলে অর্ধশতরান করেন এবং ছ’টি চার ও ছয় মেরে দ্রুত রান তোলেন।
শেষ দিকে আব্দুল সামাদ (৮ বলে ২২) ও ডেভিড মিলার (৭ বলে ১৩) ম্যাচ শেষ করে দেন। ২৩ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে লখনউ।