প্রথম পাতা খবর ‘ইন্ডিয়া’ ছেড়ে ফের বিজেপির সঙ্গী হচ্ছেন নীতীশ কুমার?

‘ইন্ডিয়া’ ছেড়ে ফের বিজেপির সঙ্গী হচ্ছেন নীতীশ কুমার?

438 views
A+A-
Reset

পটনা: ফের এনডিএ-তে ফিরতে চলেছেন নীতীশ কুমার। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার ফের বিজেপি-র সমর্থন নিয়ে সপ্তম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। তাঁর সঙ্গেই বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হতে পারে বিজেপি নেতা সুশীল মোদী।

জেডিইউ-র একটি সূত্র জানাচ্ছে, বিজেপির শীর্ষ নেতৃত্বের সবুজ সঙ্কেত পেলেই বিহারে আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধন’ ছেড়ে ফের এনডিএ-তে যোগ দেবেন নীতীশ। বিজেপি এবং জেডিইউর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পারসের ‘রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি’ (আরএলজেপি) এবং প্রয়াত রামবিলাস পাসোয়ানের সাংসদ-পুত্র চিরাগের দল ‘লোক জনশক্তি পার্টি (রামবিলাস)’ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝিঁর ‘হিন্দুস্তানি আওয়াম মোর্চা’ (হাম)-ও নতুন সরকারে শামিল হতে পারে বলে জল্পনা।

এর আগে তিনি চারবার এনডিএ-তে ঢুকেছেন এবং বেরিয়েছেন নীতীশ। এখন বিহারের রাজনৈতিক ডামাডোলের মধ্যে কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, আরও এক বার বিজেপি-র সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। শুক্রবার (২৬ জানুয়ারি), প্রজাতন্ত্র দিবসের দিন সেই সিদ্ধান্ত প্রায় পাকা বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, রবিবারই বিহারে শপথ নিতে পারে বিজেপি-জেডিইউ সরকার। জানা গিয়েছে, নীতীশকে সমর্থনের বিনিময়ে জোড়া উপমুখ্যমন্ত্রীর পদ পাবে বিজেপি। এই ফর্মুলাতেই ২০২০ সালে বিজেপি-র সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিলেন নীতীশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.