প্রথম পাতা খবর ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী, কোন অঙ্কে সরকার গড়বেন নীতীশ  

ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী, কোন অঙ্কে সরকার গড়বেন নীতীশ  

308 views
A+A-
Reset

ভোলবদল বিহারের রাজনীতিতে।ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশ কুমারকে সমর্থন জানাবে আরজেডি। সমর্থন রয়েছে ১৬০ বিধায়কের।

মুখ্যমন্ত্রী থাকছেন সেই নীতীশ কুমারই। শুধু রাজনৈতিক গাঁটছড়ার শর্তপালনের জন্য উপ মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব নিতে পারেন তেজস্বী যাদব। বিধানসভার বর্তমান বিজেপির স্পিকারের জায়গায় কংগ্রেসকে ওই পদটি দেওয়ার বিষয়ে একমত হয়েছে বিজেপি বিরোধী জোট। বিকেল ৪টে নাগাদ মহাজোট বন্ধনের নেতারা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সেকথা জানিয়ে দিতে চলেছেন।

২০২০ বিধানসভা নির্বাচনে বিজেপি-জেডিইউ জোট বড় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২৪৩ আসনের বিহার বিধানসভায় শাসক শিবির জেতে ১২৫টি আসন। এর মধ্যে বিজেপি জিতেছিল ৭৪ আসন। নীতীশ কুমারের জনতা দল জিতেছিল ৪৩ আসন। একক দল হিসেবে সবচেয়ে বেশি আসনে জিতেছিল আরজেডি (৭৫)। চলতি বছরের উপনির্বাচনে আরও একটি আসনে জয়ী হতে আরজেডির বিধায়ক সংখ্যা দাঁড়ায় ৭৬। এর পর আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম-এর চার বিধায়ক যোগ দেন আরজেডি-তে। পাটিগণিত বলছে, এখন আরজেডি-র ৮০, কংগ্রেসের ১৯, সিপিআইএমএলএল ১১, সিপিএম ৩ এবং সিপিআই-এর ২ বিধায়ক। বর্তমানে নীতীশ বিরোধী শিবিরে সঙ্গে হাত মেলালে, আরজেডির ৭৯ এবং জেডিইউ-এর ৪৩ মিলিয়ে ১১২ বিধায়ক এমনিই হয়। এটিই বিহার বিধানসভার ম্যাজিক ফিগার। তার সঙ্গে কংগ্রেসের ১৯ এবং বামেদের ১৬টি আসন যোগ হলে মোট আসন গিয়ে দাঁড়ায় ১৫৭-তে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.