প্রথম পাতা খবর এসএসসি নিয়োগে সবাইকে বয়সে ছাড় নয়, জানাল সুপ্রিম কোর্ট

এসএসসি নিয়োগে সবাইকে বয়সে ছাড় নয়, জানাল সুপ্রিম কোর্ট

91 views
A+A-
Reset

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া চাকরিপ্রার্থীদের আশাহত করল শীর্ষ আদালত। জানিয়ে দিল, সকলকে বয়সে ছাড় দেওয়া যাবে না। তবে ব্যতিক্রমী ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

২০১৬ সালের এসএসসি নিয়োগ বাতিল হওয়ায় কমিশন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে বেশ কিছু শর্ত— বিশেষত বয়সসীমা, শূন্যপদ ও নম্বর সংক্রান্ত নিয়ম নিয়ে আপত্তি জানান প্রার্থীরা। কলকাতা হাই কোর্ট সেই আপত্তি খারিজ করে জানায়, দ্রুত শূন্যপদ পূরণ করাই জরুরি, যাতে নিয়োগ প্রক্রিয়া আরও জটিল না হয়।

হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে প্রার্থীরা সুপ্রিম কোর্টে গেলে শুক্রবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানায়, ২০১৬ সালের বিজ্ঞপ্তি ২০২৫ সালের নিয়মে মূল্যায়িত হতে পারে। বয়সে ছাড় সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ব্যতিক্রম হিসেবে যে প্রার্থীদের ক্ষেত্রে মানবিক কারণ রয়েছে, তাদের বিষয়ে ভাবা যেতে পারে।

তেমনই এক ব্যতিক্রম ছিলেন ক্যানসার আক্রান্ত শিক্ষক সোমা রায়। সুপ্রিম কোর্ট নিজেই মানবিক কারণে তাঁর চাকরি বহাল রাখার নির্দেশ দেয়। ২০২২ সালে কমিশনের সুপারিশে তিনি বীরভূমের মধুরা হাই স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ পান এবং এখনও সেই পদে রয়েছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.