প্রথম পাতা খবর কলকাতার ৩ মেট্রো স্টেশন থেকে উঠে যাচ্ছে টিকিট কাউন্টার! তা হলে টিকিট কাটবেন কী ভাবে

কলকাতার ৩ মেট্রো স্টেশন থেকে উঠে যাচ্ছে টিকিট কাউন্টার! তা হলে টিকিট কাটবেন কী ভাবে

335 views
A+A-
Reset

কলকাতা: যাত্রী যাতায়াত নেই বললেই চলে। তাই কলকাতা মেট্রোর তিন স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে। আগামী মাসের ১ তারিখ থেকেই চালু হচ্ছে টিকিট কাটার নয়া নিয়ম।

তারাতলা, সখেরবাজার এবং কবি সুকান্ত— এই তিনটি স্টেশন থেকে যাত্রীদের দৈনিক যাতায়াত সীমিত। মেট্রোর তরফে জানানো হয়েছে, তারাতলা স্টেশনে দৈনিক গড় যাত্রী ৭০ জন, কবি সুকান্ত মেট্রো স্টেশন গড়ে যাত্রী সংখ্যা ২২০ জন, সখেরবাজারে এই সংখ্যা মাত্র ৫৫ জন। যে হেতু তিনটি স্টেশনে যাত্রীসংখ্যা খুবই কম, তাই মেট্রো সিদ্ধান্ত নিয়েছে আগামী ১ আগস্ট থেকে তিনটি স্টেশনকে বুকিং কাউন্টারবিহীন করে দেওয়া হবে। মেট্রো একে তাদের অন্যতম পাইলট প্রকল্প হিসাবে দেখছে।

ওই তিন স্টেশন থেকে আগামী ১ আগস্ট থেকে টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনও বুকিং কাউন্টার খোলা থাকবে না। টিকিট বুকিংয়ের জন্য কোনও কর্মীও থাকবেন না। পরিবর্তে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (এএসসিআরএম) থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের কিউআর কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে। ওই মেশিনগুলি থেকে স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন যাত্রীরা।

এই তিনটি স্টেশনের প্রতিটিতে যাত্রীদের সুবিধার জন্য দুটি করে এএসসিআরএম মেশিন বসানো হয়েছে। যাত্রীরা এএসসিআরএম -এ ইউপিআই -এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। আগামী ৬ মাস মেট্রো পরিস্থিতির ওপর নজর রাখবেন এবং যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবেন। সে জন্য তিনটি স্টেশনে ইতিমধ্যে ওই মেশিন বসানো হয়ে গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.