নয়াদিল্লি: চিনে হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV) ছড়ানোর খবরে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন ভারতীয় স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা।
ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (DGHS)-এর আধিকারিক ডা. অতুল গোয়েল সাধারণ শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, “এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”
ডাক্তারেরা জানিয়েছেন, HMPV-এর জন্য কোনও নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। তাই এর সংক্রমণ প্রতিরোধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ডা. গোয়েল বলেন, “চিনে মেটানিউমোভাইরাস প্রাদুর্ভাবের খবর প্রকাশিত হয়েছে। তবে এটি কোনও বিশেষ ভাইরাস নয়। এটি সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাসের মতো, যা সাধারণ সর্দি-কাশি ঘটাতে পারে। বৃদ্ধ ও শিশুদের ক্ষেত্রে ফ্লু-এর মতো উপসর্গ দেখা দিতে পারে।”
তিনি আরও বলেন, “দেশের অভ্যন্তরে শ্বাসযন্ত্রের সংক্রমণের তথ্য আমরা বিশ্লেষণ করেছি। ২০২৪ সালের ডিসেম্বরের তথ্য অনুযায়ী দেশে শ্বাসযন্ত্রের সংক্রমণের কোনও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেনি এবং কোনও প্রতিষ্ঠানে বড় সংখ্যায় আক্রান্তের খবর নেই।”
ডা. গোয়েল বলেন, শীতকালে শ্বাসযন্ত্রের ভাইরাস সংক্রমণ স্বাভাবিকভাবে বাড়ে এবং এই পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলি প্রয়োজনীয় সরঞ্জাম ও শয্যার ব্যবস্থা করে প্রস্তুত থাকে।