ডেস্ক: বিজেপির মোকাবিলা করতে সব দলের সঙ্গেই তারা আছেন জানালেন প্রবীণ পলিটব্যুরো সদস্য। এমনকি তৃণমূলের হাত ধরতেও কি রাজি CPI(M)! মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সমর্থন করবেন বিমান বসুরা (Biman Basu), সূর্যকান্ত মিশ্ররা? বামফ্রন্ট চেয়ারম্যানের বৃহস্পতিবারের মন্তব্যে ঘিরে জল্পনা তুঙ্গে।
বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘সর্বভারতীয় ক্ষেত্রে অসংখ্য পার্টি থাকবে। তার মাঝে যদি তৃণমূল কংগ্রেস থাকে তাহলে আমাদের গায়ে ফোসকা পড়বে না।’ অর্থাৎ জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যদি কোনও মঞ্চ তৈরি হয় এবং তাতে তৃণমূল কংগ্রেস থাকে তাহলে বামেদের কোনও আপত্তি থাকবে না।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিনে দেশ বিদেশ থেকে সকলেই জানালেন শুভেচ্ছা বার্তা
রাজ্যেও সিপিএম, তৃণমূলের সঙ্গে কট্টর বিরোধিতায় নেই তাও এদিন প্রকাশ পেয়েছে বিমান বসুর কথায়। তিনি জানান, সরকারী প্রকল্পের ক্ষেত্রে প্রয়োজনে হেল্প ডেস্কের মাধ্যমে জন পরিষেবা দেওয়া হবে। তাতে দল পিছিয়ে থাকবে না। বিভিন্ন জেলায় সিপিএম নেতা কর্মীদের ইতিমধ্যেই লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করতে দেখা যাচ্ছে। এদিন সেই বিষয়ে সমর্থনের সুর শোনা গেল সিপিএমের শীর্ষ নেতার কথায়।
গত জুলাই মাসেও তিনি জানান, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিবিরোধী সমস্ত শক্তির সঙ্গে কাজ করতে তাঁরা প্রস্তুত। সেক্ষেত্রে কি তৃণমূলেরও হাত CPI(M)? কিছুটা হেঁয়ালি বজায় রেখেই বিমান বসু (Biman Basu) বলেন, “কাশ্মীর থেকে কন্যাকুমারি, কচ্চ থেকে কোহিমা পর্যন্ত বিজেপি ছাড়া যেকোনও দলের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত। এরপর আর কিছু বলার আছে!”