প্রথম পাতা খবর কলকাতায় আপাতত নামবে না ব্রিটেন ফেরত বিমান, দিল্লিকে সিদ্ধান্ত জানাল নবান্ন

কলকাতায় আপাতত নামবে না ব্রিটেন ফেরত বিমান, দিল্লিকে সিদ্ধান্ত জানাল নবান্ন

338 views
A+A-
Reset

বলা হচ্ছে ইতিমধ্য়েই দিল্লি ও মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছ কোভিড এর থার্ড ওয়েভ বা তৃতীয় ঢেউ। তবে দিল্লি বা মুম্বইয়ের মতন এখনই এত বিশাল সংখ্য়ায় না হলেও কলকাতা বা বাংলাতেও কিন্তু দ্রুত হারে বাড়ছে কোভিড বা ওমিক্রন আক্রান্তের সংখ্য়া। আর সেই দ্রুত হারে বেড়ে চলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে এবার ফের একবার বিমান চলাচলের উপর নিয়ন্ত্রণ জারি করল নবান্ন।

ইতিমধ্য়েই দিল্লিকে রাজ্য়ের এই সিদ্ধান্তের কথা নোটিস দিয়ে জানিয়ে দিয়েছে নবান্ন। নোটিসের বক্তব্য় হল, আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বিমানবন্দরে নামতে দেওয়া হবে না ব্রিটেন ফেরত কোনও বিমানকে। অর্থাৎ ব্রিটেন ফেরত সমস্ত বিমানের উপর আপাতত রাজ্য়ের তরফে জারি করা হল নিষেধাজ্ঞা। কোভিড বা ওমিক্রনের বেড়ে চলা প্রতিরোধেই যে এমন সিদ্ধান্ত, সেটাও পরিস্কার করে দেওয়া হয়েছে কেন্দ্রকে লেখা রাজ্য়ের এই চিঠিতে। চিঠি লিখেছেন রাজ্য়ের অতিরিক্ত মুখ্য়সচিব বিপি গোপালিকা। এই চিঠির প্রতিলিপি পাঠান হয়েছে কেন্দ্রের অসামরিক বিমান মন্ত্রককেও।

এই বিষয়ে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়, “আমি ব্য়ক্তিগতভাবে ইউকে-কে খুব ভালবাসি। কিন্তু দেখা যাচ্ছে ইউকে-র ফ্লাইটেই বেশি ওমিক্রন বাহকরা আসছে। এটা ঘটনা, আন্তর্জাতিক বিমান থেকে ওমিক্রন বেশি ছড়াচ্ছে। যতটুকু বেড়েছে সেটা ধরা পড়েছে এর জন্য়ই।“

এই মুহূর্তে ওমিক্রন এর ক্ষেত্রে বিশ্বের মধ্য়ে সবথেকে ঝুঁকি পূর্ণ দেশের নাম হল ব্রিটেন। আর তাই আন্তর্জাতিক বিমান নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়ন্ত্রণের শুরুতেই আটকানো হল ব্রিটেন ফেরত বিমানকে। তবে বিশ্বের অন্য়ান্য় দেশের থেকে আগত বিমানের ক্ষেত্রেও জারি হচ্ছে বেশ কিছু বিশেষ বিধি নিষেধ। জানা গিয়েছে, আন্তর্জাতিক উড়ানের মাধ্য়মে আগত যাত্রীদেরকে সবাইকেই নিজেদের খরচে করাতে হবে কোভিড পরীক্ষা। এর সঙ্গেই প্রতিটি বিমান সংস্থাকেও বিমানের যাত্রী সংখ্য়ার অন্তত পক্ষে দশ শতাংশ যাত্রীর আরটিপিসিআর টেস্ট করাতেই হবে। এই সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রাজ্য়ের এহেন উদ্য়োগকে সাধুবাদ জানিয়েছে বেশিরভাগ মহল। তবে অনেকেরই বক্তব্য়, এই সিদ্ধান্ত আরও একটু আগে নিলেই আরও ভাল হত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.