স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে ঘিরে দায়ের মামলা তড়িঘড়ি শুনতে রাজি হল না কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আপাতত নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না আদালত। সব কিছু স্বাভাবিক নিয়মে চলতে দেওয়া হবে। যদি কোনও সমস্যা তৈরি হয়, তখন বিষয়টি খতিয়ে দেখা হবে।
২০১৬ সালের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনে এসএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে আগের তুলনায় অনেক নিয়মে বদল আনা হয়েছে। বিষয়টি নিয়ে বঞ্চিত চাকরিপ্রার্থীরা একাধিক মামলা দায়ের করেন হাই কোর্টে। তাঁদের দাবি, নতুন নিয়ম অনুযায়ী সুযোগ আরও কমে যাচ্ছে।
তাঁরা জানান, আগের ৫৫ নম্বরের পরীক্ষার বদলে এখন ৬০ নম্বরের পরীক্ষা, সঙ্গে থাকছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনের উপর নির্দিষ্ট নম্বর। এই পরিবর্তনে আগের অপেক্ষমাণ প্রার্থীরা পিছিয়ে পড়বেন বলেই আশঙ্কা। তাই বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি ওঠে।
তবে হাই কোর্ট জানিয়ে দেয়, জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন নিয়োগ প্রক্রিয়া চলবে নিজের গতিতে।