ডেস্ক: কোনও রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ প্রচারে বাধা দেওয়া যাবে না। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে খেল বিপ্লব দেব প্রশাসন। তৃণমূলের করা মামলার পরিপ্রেক্ষিতে পুর নির্বাচনে অংশগ্রহনকারী সব প্রার্থীকেই নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ত্রিপুরাতে পুর নির্বাচনের মুখে বারবার দলের নেতা কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এই মর্মে সর্বোচ্চ আদালতে মামলা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেত্রী সুস্মিতা দেব। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় দিয়েছে আদালত। ত্রিপুরার ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। ২ সপ্তাহ পর ফের শুনানি।
২৫ নভেম্বর ত্রিপুরাতে পুরভোট। তার আগে তৃণমূল অভিযোগ করে, তাঁদের প্রচার করতে দেওয়া হচ্ছে না। আক্রমণ করা হচ্ছে। কর্মীদের উপর হামলা হচ্ছে। এই মর্মে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, প্রত্যেক রাজনৈতিক দলের শান্তিপূর্ণ ভাবে প্রচার করার অধিকার রয়েছে। সরকারকে শান্তিপূর্ণ প্রচারের ব্যবস্থা করার দায়িত্ব নিতে হবে। কাউকে প্রচারে বাধা দেওয়া যাবে না। কোনও প্রার্থীর নিরাপত্তার প্রয়োজন হলে, সরকারকে তা নিশ্চিত করতে হবে। ত্রিপুরা প্রশাসন এবং পুলিশকে নিরপেক্ষ এবং স্বতন্ত্র নির্বাচন করানোর ব্যবস্থা নিতে হবে। ত্রিপুরা পুলিসের ডিজি এবং স্বরাষ্ট্র সচিবকে হলফনামা দিতে হবে।
আরও পড়ুন: শ্রাবন্তী দল ছাড়তেই ফের বিজেপিকেই বিঁধলেন তথাগত
সুপ্রিম কোর্টে বিপ্লব প্রশাসনের এই ধাক্কার মধ্যে নিজেদেরই জয় দেখছে তৃণমূল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর, দলকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরাকেই পাখির চোখ করেন মমতা-অভিষেক। সেই মত ত্রিপুরার রাজনৈতিক জমি উর্বর করার লক্ষ্যে নেমে পড়ে তৃণমূল।