কলকাতা: মানিকতলা উপনির্বাচনে ৮৯টি বুথে ফের ভোট চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এবং বিজেপির রাজ্য নেতাদের কয়েকজন৷ একই সঙ্গে আবারও কলকাতা হাইকোর্টে মামলা করা হুঁশিয়ারি দিয়েছেন কল্যাণ৷ কিন্তু ভোটের পরদিন, বৃহস্পতিবার বিজেপির সেই দাবি খারিজ হয়ে গেল নির্বাচন কমিশনে।
কল্যাণ এবং বিজেপি নেতাদের দাবি, অভিযোগ, বুধবার মানিকতলা উপনির্বাচনে ৮৯টি বুথে ভোট লুঠ করেছে তৃণমূল৷ নির্বাচন কমিশনের কাছে সেসব তথ্য দেওয়াও হয়। যদিও কল্যাণ চৌবের অভিযোগকে নস্যাৎ করে তৃণমূল।
এ দিন নিজের এক্স হ্যান্ডলে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, মানিকতলার স্ক্রটিনি শেষ করে নির্বাচন কমিশন জানিয়েছে, কোনও বুথে কোনও পুনর্নির্বাচন হবে না। এনিয়ে সোশাল মিডিয়াপোস্টে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।