প্রথম পাতা খবর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস, মান্যতা পেল ছাত্রদের দাবি

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস, মান্যতা পেল ছাত্রদের দাবি

274 views
A+A-
Reset

ঢাকা: বাংলাদেশে অশান্তির মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড়। ছাত্রদের দাবি মেনে প্রধান হলেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে বাকি নাম।

বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে মঙ্গলবার রাতে এ কথা জানিয়েছেন। ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হবে।সরকারের বাকি সদস্যদের নামও চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আবেদিন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে ঢাকার বঙ্গভবনে বৈঠকটি হয় মঙ্গলবার। রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও তানজিম উদ্দিন। সেনা-শাসন চাইছেন না অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকরা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চাইছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে। মহম্মদ ইউনুসও আন্দোলনকারী প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। হাসিনার দেশত্যাগের পর সোমবারই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান সাংবাদিক সম্মেলনে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। তার পরেই এই সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। এই পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর শীর্ষ সারিতে থাকা ছাত্রনেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তাঁরা ইউনূসকে বেছে নেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.