উত্তরবঙ্গে আজ, শনিবার এবং আগামীকাল, রবিবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে। এ জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
শনিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মোট পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, জেলার সব এলাকায় সমান বৃষ্টি নাও হতে পারে। বাকি তিন জেলাতেও ঝড়-বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে আজ থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতির দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। এর জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতা ও গরমের কারণে অস্বস্তি বজায় থাকবে। আগামী সোমবার ও মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও এর সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। তবুও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে, যার ফলে বৃষ্টি চলবে কয়েকদিন। এদিকে মৎস্যজীবীদের ওড়িশা উপকূলের দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।