নির্ধারিত সময়ের চারদিন আগেই, উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষার আগমনের কোনও সম্ভাবনা নেই, জানাল আবহাওয়া দফতর। উত্তরের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাাস দিয়েছে হওয় অফিস। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বর্ষণের তেমন আশা নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুস্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কোনও কোনও জেলায় হালকা বর্ষণ হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৯ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ৯ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আপাতত ভ্যাপসা গরম থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। বর্ষার আগমনের তেমন সুখবর শোনাতে পারেনি হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলি আপাতত শুষ্ক থাকবে। ভ্যাপসা গরম থেকে মুক্তির এখনই কোনও আশা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। কোনও কোনও জেলায় হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন :
ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় নিহত দম্পতির মেয়েকে ফোন মুখ্যমন্ত্রীর, দ্রুত তদন্তের আশ্বাস
ক্ষমতা থাকলে বুকে বন্দুক ঠেকা, রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব: মমতা
আজ রাজ্যের দুদিনের আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা