জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণহানির পর দেশ-বিদেশের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে একাধিক বৈঠক ও ফোনালাপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। এরই মাঝে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা ছড়িয়েছে, বিশেষ করে সীমান্তের পরিস্থিতি ও সম্ভাব্য প্রতিক্রিয়ার প্রসঙ্গে।
৫ মে রাত থেকে ৬ মে ভোর পর্যন্ত জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌশেরা, সুন্দরবনি ও আখনূর সেক্টরে সীমান্ত পার করে পাকিস্তানি সেনা বিনা উসকানিতে ছোট অস্ত্র থেকে গুলি চালায়। ভারতীয় সেনা তার উপযুক্ত জবাব দিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
এই ঘটনার প্রেক্ষিতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। এর আগেও তিনি বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।