শিয়ালদহ শাখায় বাতিল প্রায় ৯০টি ট্রেন, যাত্রী ভোগান্তি

কলকাতা: আজ ( ৭ জুন) থেকে তিনদিন শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল। চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই ১২ বগির ট্রেন চালান সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তবে কামরা বাড়ার সঙ্গে সঙ্গে দৈঘ্য বড় হবে। আর শিয়ালদহ মেন ও উত্তর শাখার সব স্টেশনের দৈর্ঘ্যে ততটা বড় নয়। সেই জন্য চলছে প্ল্যাটফর্ম বাড়ান কাজ। পাশাপাশি চলছে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের নন ইন্টারলকিং সংক্রান্ত কাজও। তবে ভোটের মাঝে কিছুটা থমকে ছিল এই কাজ। সেইজন্যই ভোট মিটতে জোরকদমে চলছে প্রস্তুতি।

এই কাজের জন্যই টানা তিনদিনে বেশ কয়েকশো ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ থাকছে। শিয়ালদহ স্টেশনের মেন এবং কর্ড লাইনে প্রায় ৯০টি ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

এ দিন সকাল থেকেই প্রতি স্টেশনেই ভিড় করে দাঁড়িয়ে বহু মানুষ। ট্রেনে ভিড় থাকার কারণে অনেকেই ট্রেনে উঠতে পারছেন না। অনেককে আবার গন্তব্যে পৌঁছনোর জন্য বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। নিত্যযাত্রীদের অভিযোগ, কোন কোন ট্রেন বাতিল হয়েছে এবং কোন ট্রেনের যাত্রাপথ বদলেছে তা কর্তৃপক্ষের তরফে ঠিক ভাবে জানানো হয়নি বলেই এই অবস্থা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন