307
কলকাতা: প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মূলত, তৃণমূল সরকারে আমলে বরাদ্দ এই বিপুল সংখ্যক ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আজ সেই মামলার শুনানি সর্বোচ্চ আদালতে।
যথাযথ আইনি পদক্ষেপ না নিয়ে সার্টিফিকেট বানানোর অভিযোগে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য।
সোমবার সকাল ১১টা নাগাদ মামলাটি শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। আজই প্রথম বার ওই মামলাটি শুনানির জন্য উঠছে।