কলকাতা: হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতিতে বড়সড় সংশোধনী আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আপডেটেড ওবিসি তালিকার খসড়া অনুমোদন পেল। তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আগে থাকা ৬৬টির মধ্যে ২টি জাতিকে, এবং নতুন করে ৭৬টি জাতিকে তালিকাভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে তালিকায় এখন মোট জাতির সংখ্যা দাঁড়াল ১৪০।
রাজ্য সরকারের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই নতুন তালিকা তৈরি করা হয়েছে। সম্প্রতি রাজ্য ওবিসি কমিশনের সমীক্ষার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংশোধনী ৯ জুন থেকে শুরু হতে চলা বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ করা হবে। পাশ হলে তা আইনি বৈধতা পাবে।
২০১০-১২ সালে ৭৫টি মুসলিম সম্প্রদায়-সহ মোট ৭৭টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা কলকাতা হাইকোর্ট মে মাসে ‘অবৈধ’ বলে রায় দেয়। আদালত জানায়, ধর্মীয় মানদণ্ডকে ভিত্তি করে তালিকা তৈরি হওয়ায় তা সংবিধানবিরোধী। এই রায়ের জেরে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়, যদিও পূর্বলাভ প্রাপ্তদের ক্ষেত্রে রায় প্রযোজ্য নয় বলে জানায় আদালত।
এই পরিস্থিতিতে নতুন তালিকা তৈরি করে সরকার দাবি করছে, ধর্ম নয়, সামাজিক ও অর্থনৈতিক পিছিয়ে পড়া গোষ্ঠীগুলিকে বৈজ্ঞানিক সমীক্ষার ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়েছে। তবে বিরোধীদের একাংশ এই পদক্ষেপকে ‘ধর্মভিত্তিক ভোটব্যাঙ্ক’ তৈরির চেষ্টা বলে অভিযোগ তুলেছে।
এই মামলার পরবর্তী শুনানি হাইকোর্টে ১৯ জুন এবং সুপ্রিম কোর্টে জুলাই মাসে।